India & World UpdatesBreaking News

কলকাতাকে ছাড় দিয়ে বাংলাদেশের পথে ফণী
Cyclone Fani enters Bangladesh after less impact on Kolkata

৪ মে :  যা ভাবা গিয়েছিল তা নয়। বলা যেতে পারে, কলকাতাকে ছাড় দিয়েই বাংলাদেশের দিকে চলে গেল ফণী। শুক্রবার মধ্যরাতে বাংলায় ঢুকে আরও শক্তি হারিয়ে ফেলে ফণী। খড়গপুর দিয়ে বাংলায় ঢুকে দাপট দেখালেও, তেমন ঝড়-ঝাপটার মুখে পড়তে হয়নি কলকাতাকে। মুষলধারায় বৃষ্টি আর সঙ্গে ঝোড়ো হাওয়া বয়েছে। তবে ফণীর তাণ্ডব থেকে কলকাতা অনেকটা রেহাই পেলেও, দিঘায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। তবে ওড়িশায় যে তাণ্ডব চালিয়েছে ফণী, বাংলায় সে অর্থে কোনও দাপট দেখাতে পারেনি।

আলিপুর আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ পশ্চিম দিক দিয়ে বাংলায় প্রবেশ করে ঝড়। তখনও ‘বিপজ্জনক সাইক্লোন’ ফণী। খড়গপুড়ে ঝড়ো হাওয়া, দিঘায় ৭০ কিলোমিটার বেগে ঝড়, উত্তাল হলদিয়ার হলদী নদী, গোসাবা, সুন্দরবনের নদীও উত্তাল। শহর থেকে তখন ৪০ কিলোমিটার পশ্চিমে ঝড়। রাত দুটো নাগাদ ঝড় চলে গেল পূর্ব বর্ধমানের দিকে। এরপর শেষ আপডেট নদীয়া, মুর্শিদাবাদ হয়ে ঝড় ভোরবেলার দিকে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। আবহবিদদের ব্যখ্যা , আরামবাগের কাছে এসে অল্প বাঁক নেয় ফনী। আর এতেই বাঁচিয়ে দিয়েছে শহর কলকাতাকে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ বাংলায় ঢোকে ফণী। বাংলায় ঢুকে আরও দুর্বল হয়ে পড়ে ঘূর্ণিঝড়। ফণীর প্রভাবে গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। শনিবার সকালেও সেই ছবিটা বদলায়নি। তবে চিন্তার আর কোনও কারণ নেই। ফণী বাংলা ঘুরে ক্রমশ বাংলাদেশের দিকে এগোচ্ছে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

ফণীর আশঙ্কায় আগাম সতর্কতা হিসেবে শুক্রবার দুপুর ৩টে থেকে বন্ধ করা হয়েছিল কলকাতা বিমানবন্দর। শনিবার সকাল ৮টা নাগাদ খোলার কথা বিমানবন্দর। শুক্রবার থেকে দফায় দফায় বৃষ্টির জেরে কলকাতা, হাওড়ার বিভিন্ন এলাকায় জল জমেছে বলে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker