Barak UpdatesHappeningsBreaking News

শিলচর রেলস্টেশনের বাইরে ধৃত দুই বাংলাদেশি

ওয়েটুবরাক, ২৪ নভেম্বর : কাজের সন্ধানে ভারতে এসে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার সময় শিলচরে গ্রেফতার হলেন দুই বাংলাদেশি নাগরিক৷ পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন খোকন ফকির (৩৩) ও  মিজানুর রহমান (৫২)৷ খোকনের বাড়ি মাদারিপুরের পাঁচখোলায় এবং মিজানুর চাঁদপুরের কৃষ্ণপুরের বাসিন্দা৷

তারা গত ১৭ অক্টোবর মৌলভীবাজার সীমান্ত  দিয়ে ভারতে ঢোকেন৷ এক দালাল এখানে কাজ দেওয়ার কথা বলে ১৫০০০ টাকা করে নেয়৷  তামিলনাড়ু নিয়ে গিয়ে কাপড় সেলাইর কাজে লাগিয়েও দিয়েছিল৷ কিন্তু তামিল ভাষা না জানায় কাজে বড় সমস্যা হচ্ছিল৷ এ ভাবে হবে না, বুঝতে পেরে বাংলাদেশেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা৷ আবারও দালাল ধরে বুধবার ট্রেনে চলে আসেন শিলচরে৷ তবে এবার দালাল সঙ্গে না এসে এক অটোচালকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়৷ ওই অটোচালক দেড় হাজার টাকা করে নেয় সীমান্ত পেরনোর জন্য৷

খোকন-মিজানুরের অভিযোগ, রাত বাড়তেই অটোচালকের সঙ্গে যোগ হয় আরও দুই যুবক৷ তারা প্রচণ্ড মারপিট করে সঙ্গে থাকা ৪৫০০ টাকার পুরোটাই কেড়ে নেয়৷ পরে পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেয়৷

পুলিশের বক্তব্য অবশ্য ভিন্ন৷ তাঁরা জানায়, স্টেশন চত্বরের বাইরে তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়৷ জিজ্ঞাসাবাদে বাংলাদেশি পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker