NE UpdatesHappeningsBreaking News
রবিবার সকালে আরও ১৩৩ সংক্রমণ আসামে133 new cases reported in Assam, total rises to 5388
২১ জুন : রবিবার সকালে নতুন করে আরও ১৩৩ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে রাজ্যে। নতুন এই ১৩৩ জনকে নিয়ে আসামে মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮৮। এ দিন সকালে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টুইট করে এ খবর জানিয়েছেন। এই আক্রান্তের সংখ্যার মধ্যে অর্ধেক থেকেও বেশি রয়েছে কামরূপ মেট্রো জেলার।
📌Alert ~ 133 new #COVID19+ cases reported in Assam
73 Kamrup(M), 31 Nagaon, 18 Jorhat, 5 Udalguri, 2 Golaghat, 2 Majuli, 1 Dhemaji, 1 Tinsukia
↗️Total cases 5388
↗️Recovered 3202
↗️Active cases 2174
↗️Deaths 0911:40 PM/June 21/ Day's Total as of now 133#AssamCovidCount pic.twitter.com/GgWf1WdRT0
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 21, 2020
স্বাস্থ্যমন্ত্রী জানান, ৭৩ জন সংক্রমিত কামরূপ মেট্রো জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ৩১ জন নগাঁও জেলার, ১৮ জন যোরহাট, ৫ জন ওদালগুড়ি, ২ জন গোলাঘাটের, ২ জন মাজুলির এবং ১ জন করে ধেমাজি ও তিনসুকিয়ার। এ নিয়ে রাজ্যের মোট পরিসংখ্যান অনুযায়ী ২১৮৪ জনের দেহে বর্তমানে সংক্রমণ সক্রিয় রয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩২০২ জন। এখন পর্যন্ত করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৯ জন।