NE UpdatesIndia & World UpdatesHappeningsCultureBreaking News
শিলচরে আন্তর্জাতিক কবি সম্মেলন এবং বই উন্মোচন
ওয়েটুবরাক, ৫ আগস্ট : ব্রহ্মপুত্র-ডিমা হাসাও-বরাক সাংস্কৃতিক মহামিলন, সমন্বয়, বিশ্ব কবিমঞ্চ, আসাম সাহিত্য সভার পক্ষ থেকে শিলচরের ইলোরা হেরিটেজ হলে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কবি সম্মেলন এবং বই উন্মোচন৷ গত ৪ আগস্ট অনুষ্ঠানের শুরুতে আহ্বায়ক স্বর্ণালি চৌধুরী স্বাধীনতার ৭৫ বছর পূর্তি তথা অমৃত মহোৎসব উপলক্ষে প্রত্যেকের হাতে জাতীয় পতাকা এবং ত্রিরঙ্গা উত্তরীয় পরিয়ে দেন৷
অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শুভলক্ষী চৌধুরী এবং নিপু শর্মা ৷ এরপর কবিতা পাঠ করেন পীযূষ রাউত, স্বর্ণালি চৌধুরী, কল্লোল চৌধুরী, মানসী সিনহা, জয়শ্রী ভট্টাচার্য, দোলনচাপা দাস পাল, শুক্লা ভট্টাচার্য, অনিতা চৌধুরী, পূরবী নাথ, সুপ্রভা সিনহা, তাপস পাল, পুলক কান্তি ধর প্রমুখ৷ আবৃত্তি করেন অমিত শিকিদার৷
অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা: মামুন আল মাহতাবকে আয়োজকের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়৷ বক্তব্য রাখেন স্বর্ণালি চৌধুরী, অমিত শিকিদার এবং বিশ্ব কবিমঞ্চের পুলক কান্তি ধর৷ অনুষ্ঠানের ফাঁকে ‘পদ্মা সেতু’ এবং ‘মা’ বই উন্মোচন করেন বিশিষ্ট অতিথিরা৷