NE UpdatesHappeningsBreaking News
ছোটাছুটি লাগবে না, আজ থেকে এসসি-এসটি-ওবিসি সার্টিফিকেট পোর্টালে মিলবে
ওয়েটুবরাক, ৩১ জুলাই : আগামীকাল সোমবার থেকে এসসি, এসটি, ওবিসি শংসাপত্রের জন্য কারও কোনও অফিসে যেতে হবে না৷ প্রয়োজনীয় নথি স্ক্যান করে ‘মিশন ভূমিপুত্র’ ওয়েব পোর্টালে আপলোড করলে ৩০ দিনের মধ্যে ওইসব নথি পরীক্ষা করে পোর্টালেই দেওয়া হবে শংসাপত্র৷ এ ছাড়া, স্কুলছাত্রদের শংসাপত্র জেলা প্রশাসনের তরফে স্কুলে স্কুলে গিয়ে প্রদান করা হবে৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার এই কথা ঘোষণা করেন৷ তিনি বলেন, নিজের জাতিগত শংসাপত্রের জন্য অফিসে অফিসে মানুষকে কেন ঘুরতে হবে!
তিনি জেলাশাসকদের স্কুলে গিয়ে ছাত্রদের ওই নথি প্রদানের নির্দেশ দেন৷ তাঁর কথায়, প্রথমদিকে একটু চাপ মনে হলেও পরে আর সমস্যা হবে না৷ এ দিকে, রাজ্য সচিবালয় সোমবার থেকে সম্পূর্ণ পেপারলেস হবে বলে জানান হিমন্ত৷