Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে বাতিল ১০ জনের মনোনয়নপত্র10 nomination forms cancelled during scrutiny in Cachar
ওয়েটুবরাক, ১৫ই মার্চঃ কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে মোট ৮০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন৷ এর মধ্যে ১০ জনের মনোনয়ন পত্র বাতিল হয়ে গিয়েছে৷ মনোনয়ন পত্র পরীক্ষার কাজ আজ সোমবারই সম্পন্ন হয়েছে।
শিলচর বিধানসভা আসনের দাখিল করা মোট ১৯টি মনোনয়ন পত্রের মধ্যে ১৭টি গৃহীত হয়েছে। নির্দল প্রার্থী নজরুল ইসলাম লস্কর এবং রাষ্ট্রীয় সেকুলার কংগ্রেস পার্টির নলীনাক্ষ ভট্টাচার্যের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়।
সোনাই বিধানসভা আসনে দাখিল করা ১৪টি মনোনয়ন পত্রের সবকয়টি গৃহীত হয়েছে। ধলাই আসনে ৯টি দাখিল মনোনয়ন পত্র দাখিল হয়েছিল৷ এর মধ্যে সিপিআই-র লোকনাথ দেবরায়ের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। উধারবন্দ আসনে দাখিল করা ৮টির মধ্যে নির্দল প্রার্থী শশাঙ্ক আচার্যের মনোনয়ন পত্রটি বাতিল হয়েছে।
লক্ষীপুর আসনের মোট ৭টি মনোনয়ন পত্রের মধ্যে নির্দল প্রার্থী মইদুল ইসলাম লস্করের মনোনয়ন পত্র বাতিল বলে হয়ে গিয়েছে। বড়খলা আসনের ৭টি আসনের মধ্যে বাঙালি নবনির্মান সেনার অসীম পালের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
কাটিগড়ায় দাখিল হয়েছিল ১৬টি মনোনয়নপত্র৷ ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষিত হয়েছে৷ তারা হলেন অসম জাতীয় পরিষদ দলের সাধনবাবু সিনহা,পলিটিকাল জাস্টিস পার্টির সায়েদ আহমেদ বড়ভূঁইয়া, রাষ্ট্রীয় লোক সমতা পার্টির রবিজুল আলী বড়ভূঁইয়া এবং নির্দল প্রার্থী রঞ্জিত কুমার সিংহ।