India & World UpdatesHappeningsFeature Story
ফরেনার্স ট্রাইবুনালের ‘বাজেয়াপ্ত’ সদস্যদের মামলায় আসাম সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ
ওয়েটুবরাক, ১৮ নভেম্বরঃ অতিরিক্ত ফরেনার্স ট্রাইবুনালের সদস্যদের চাকরি ‘বাজেয়াপ্ত’ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট আসাম সরকারকে নোটিশ দিয়েছে। আজ শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। আবেদনকারীদের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার তাঁদের অতিরিক্ত ফরেনার্স ট্রাইবুনালের সদস্য বলে নিয়োগ করেছিল। এখন কী করে সরকার আদালতের পরামর্শ ছাড়াই সদস্যদের চাকরি ‘বাজেয়াপ্ত’ করে। তাঁর কথায়, এই নির্দেশ সংবিধানের ১৪ এবং ১৬ নং অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী। আইনজীবী গোপাল দাবি করেন, তাঁদের চাকরি হয়েছিল ফরেনার্স ট্রাইবুনালের মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য। সরকার নিজেদের সুবিধার জন্য এখন তাঁদের নিযুক্তিকে এনআরসি হওয়া না হওয়ার সঙ্গে জুড়ে দিয়েছেন।শীর্ষ আদালতের মূল যে উদ্দেশ্য ছিল দ্রুত বিদেশি সংক্রা্ন্ত মামলাগুলির নিষ্পত্তি, এর কিছুই হয়নি। এখনও ট্রাইবুনালগুলিতে মামলার পাহাড়। তাঁর অভিযোগ, সরকার অতিরিক্ত ট্রাইবুনালের জন্য পরিকাঠামো গড়তে পারেনি। নেই অফিস-কাছারী, ফাইল-পত্র, আসবাবপত্র। তাই তারা নিজেদের দোষ ঢেকে এনআরসি না হওয়াকে কারণ হিসেবে দাঁড় করিয়েছে সরকার।