Barak UpdatesHappeningsCulture
৮২ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ ‘রানিমা’
১৮ জুলাই: উচ্চ মাধ্যমিক পাশ করলেন ‘রানিমা’ দিতিপ্রিয়া রায়৷
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল, শুক্রবার ফলপ্রকাশ হবে৷ এতেই চাপ বেড়ে যায় ‘রানিমা’র আসল পরিবারে৷ দিতির মা বললেন, পাবদা আর চিংড়ি নিজের হাতে রেঁধেছি ঠিকই, কিন্তু সকাল থেকেই কিছু ভাল লাগছিল না৷ দিতিপ্রিয়ারও একই অবস্থা৷ শ্যুটিংয়ে গিয়েও মন বসাতে পারছিলেন না৷ দুপুরেই চলে আসেন৷ তখনও অবশ্য ফলপ্রকাশ হয়নি৷ যখন জানতে পারলেন, ৮২ শতাংশ নম্বর পেয়েছেন, ইংরেজিতেও লেটার, দীর্ঘ শ্বাস ছাড়লেন৷ তখন সন্ধ্যা হয় হয়৷ মা-দিদিকে বললেন, ‘চলো ঘুরে আসি৷’ দ্রুত বেরিয়ে পড়লেন বাবুঘাটে, গঙ্গার তীরে, বিশাল জলরাশির ধারে৷ ঘনিষ্ঠ সাংবাদিকদের ফোনেও সোজা বলে দিলেন, ‘আজকের দিনটা আমাকে একটু নিরিবিলি থাকতে দিন৷ নিজের মত করে কিছুটা সময় কাটাই৷’
তার মা অবশ্য ফোনে সাংবাদিকদের সব প্রশ্নের জবাব দিয়েছেন৷ জানান, শ্যুটিংয়ের ব্যস্ততার মধ্যে পড়াশোনা করে যা নম্বর এসেছে তাতে পরিবারের সবাই খুশি৷ দিতিও তাই এখন ফুরফুরে মেজাজে৷ এ বার তাঁদের ইচ্ছে, ইংরেজি বা সোশ্যালজিতে অনার্স নিয়ে বিএ পড়বে মেয়ে৷