Barak UpdatesHappeningsBreaking News

৫ লক্ষ টাকায় শিক্ষিকা অপহরণের চেষ্টা! ধৃত ১

ওয়েটুবরাক, ১ মার্চ: ৫ লক্ষ টাকায় কাছাড় জেলার এক স্কুলশিক্ষিকাকে অপহরণের বরাত নিয়েছিল ৫-৬ যুবক৷ স্থানীয় জনতা রুখে দাঁড়ানোয় সে চেষ্টা ব্যর্থ হয়৷ ধরা পড়ে ফরিজ উদ্দিন নামে শ্রীকোণার এক যুবক৷ তাকে জেরা করেই পুলিশ ৫ লক্ষের চুক্তির কথা জানতে পারে৷ মূল অভিযুক্ত হাসান বড়ভুইয়া অনেকদিন ধরে ওই শিক্ষিকার পেছনে পড়ে রয়েছে৷ নানাভাবে উত্যক্ত করছিল তাঁকে৷

বাঁশকান্দি স্কুলের বড়ভুইয়া পদবীর ওই শিক্ষিকা  তারাপুর পুলিশ ফাঁড়িতে এজাহার দিয়ে জানান, আজ সোমবার কাটিগড়া রাজাটিলার বাড়ি থেকে বাঁশকান্দি স্কুলে যাচ্ছিলেন তিনি৷ পথে শ্রীকোণায় কল্যাণী হাসপাতালের সামনে অপহরণকারীরা তাঁর গাড়ির সামনে নিজেদের বোলেরো গাড়ি দাঁড় করিয়ে দেয়৷ তাঁর বাবাও গাড়িতে ছিলেন৷ অপহরণকারীরা চালক সাদ্দাম হোসেন ও তাঁর বাবা আব্দুল কালাম আজাদ বড়ভুইয়াকে প্রথমে গাডি দুর্ঘটনার অভিযোগে মারধর করে৷ পরে তাঁকে টানাহ্যাঁচড়া শুরু করে৷ স্থানীয় মানুষ ছুটে গেলে অপহরণকারীরা পালিয়ে যায়৷ ধরা পড়ে ফরিজুদ্দিন৷ সে স্বীকার করে, দুর্ঘটনার অভিযোগ ভুয়ো৷ শিক্ষিকাকে তুলে নিতেই চাইছিল তারা৷

 শিক্ষিকা জানান, তাঁদের গাড়ি আটকে দেওয়ার একটু পরই একটি বাস এসে দাঁড়ায়৷ বাসযাত্রীরা দৌড়ে যাওয়ায় তিনি অপহরণের হাত থেকে বেঁচে যান৷ ঠিক তখনই প্রশান্ত সিনহা নামে এক ট্রাফিক কনস্টেবল আরও এক পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে ওই পথ ধরে যাচ্ছিলেন৷ তাঁদের দেখে দুষ্কৃতীরা নিজেদের গাড়ি নিয়ে ঢুকে পালায়৷ ফরিজুদ্দিন গাড়িতে উঠতে পারেনি৷ পুলিশ ও স্থানীয় জনতা তাকে ধরে ফেলে৷ প্রশান্তবাবুরা গণপ্রহার থেকেে ধৃতকে উদ্ধার করে থানায় নিয়ে যান৷ দিনদুপুরে টাকার বিনিময়ে তরুণী অপহরণের চেষ্টায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ উদ্বেগে সাধারণ মানুষ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker