NE UpdatesAnalyticsBreaking News
৫০ পয়সা বাড়ল বিদ্যুৎ মাশুল, জগদীশ ভূঁইয়ার প্রতিক্রিয়া
গুয়াহাটি, ৩০ জানুয়ারি : ফের বাড়ছে বিদ্যুৎ মাশুল। দু’দিন আগেই আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানি এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি ইউনিটে ৫০ পয়সা বাড়বে বিদ্যুৎ মাশুল। এতে বলা হয়েছে অশোধিত তেলের দাম বাড়ার ফলেই অতিরিক্ত ৫০ পয়সা মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফুয়েল অ্যান্ড পাওয়ার পার্সেস প্রাইস অ্যাডজাস্টমেন্টের নামে গত নভেম্বরে প্রতি ইউনিটে বিদ্যুৎ মাশুল ৩০ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। এপিডিসিএল-এর এই সিদ্ধান্তের প্রতি সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকারও। ফলে এটি নিশ্চিত যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের প্রতি ইউনিটে ৫০ পয়সা বৃদ্ধি হচ্ছে।
এদিকে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে টুইট করে অসম জাতীয় পরিষদের সম্পাদক জগদীশ ভূঁইয়া রাজ্যের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘পুনরায় বিদ্যুতের মাশুল বৃদ্ধি হবে। ভোট দিয়ে অচ্ছে দিনের সফলতা প্রাপ্তির জন্য ভোট দেওয়া জনগণকে অভিনন্দন। আরও অচ্ছে দিনের জন্য ২০২৪ সাল আসছে।’