India & World UpdatesHappeningsBreaking News
৫০৮টি রেলস্টেশনের পুনর্বিকাশ, দেশজুড়ে শিলান্যাস
ওয়েটুবরাক, ৭ আগস্ট : ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-র অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ৫০৮টি রেলস্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে ভিডিয়ো কনফারেন্সিঙের মাধ্যমে দেশজুড়ে শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে উত্তর-পূর্বের ৬০টি স্টেশন রয়েছে।
এই প্রকল্পে ২৪ হাজার ৪৭০ কোটি টাকার বেশি খরচ হবে। এই প্রকল্পে রয়েছে ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। উত্তরপ্রদেশ ও রাজস্থানের ৫৫টি করে স্টেশন, বিহারে ৪৯, মহারাষ্ট্রে ৪৪, পশ্চিমবঙ্গে ৩৭, মধ্যপ্রদেশে ৩৪, অসমে ৩২ ও ওড়িশায় ২৫, পঞ্জাবে ২২, গুজরাট ও তেলেঙ্গানায় ২১, ঝাড়খন্ডে ২০, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে ১৮টি করে রেল স্টেশন রয়েছে। এছাড়াও হরিয়ানায় ১৫ ও কর্ণাটকে ১৩টি রেল স্টেশন রয়েছে। ওই স্টেশনগুলিতে স্থানীয় সংস্কৃতি ও ধারাবাহিকতা বজায় রেখেই পুনর্বিকাশ করা হবে। যাত্রীদের মিলবে অত্যাধুনিক সুবিধা।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “অমৃতকালের শুরুতে, ভারত উন্নত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। নতুন শক্তি, নতুন অনুপ্রেরণা এবং নতুন সংকল্প রয়েছে এবং এই চেতনায় ভারতীয় রেলের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।” তাঁর কথায়, “ভারতের প্রায় ১৩০০টি প্রধান রেলওয়ে স্টেশন এখন অমৃত ভারত রেলওয়ে স্টেশন হিসাবে বিকশিত হবে। সেগুলিকে আবার আধুনিক পদ্ধতিতে গড়ে তোলা হবে।”