Barak UpdatesCultureBreaking News
কাছাড়েও সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস পালন
ওয়েটুবরাক, ২২ ডিসেম্বর :করিমগঞ্জের দেবেন হেমব্রম সাঁওতাল হলেও মাতৃভাষায় কথা বলতে পারেন না৷ কাছাড়ের শৈলেশ সাঁওতাল সাঁওতালি ভাষা বলতে পারলেও নিজেদের অলচিকি লিপির সঙ্গে তেমন ভাবে পরিচিত নন৷ সেজন্য সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস অনুষ্ঠানে অসমের সাঁওতালদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়ার দাবি উঠেছে৷
দুদিন ব্যাপী নানা কর্মসূচিতে সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস পালিত হলো কাছাড় জেলার ছোট দুধপাতিলে৷ উপত্যকার তিন জেলার বিভিন্ন স্থান থেকে আদিবাসী নারীপুরুষ এই কর্মসূচিতে অংশ নেন৷ অনেকেই পরম্পরাগত পোশাক পরে অনুষ্ঠান স্থলে আসেন৷ বুধবার প্রথম দিনে ছিল প্রশিক্ষণ কর্মসূচি৷ মূল অনুষ্ঠান হয় আজ বৃহস্পতিবার৷ ২০০৩ সালের ২২ ডিসেম্বরেই সাঁওতালি ভাষা সাংবিধানিক স্বীকৃতি পায়৷ ওই দিনে তাই সাঁওতাল সমাজ সহ আদিবাসী সংগঠনগুলি সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস পালন করে৷
সকালে জাতীয় পতাকা উত্তোলন করে শহিদ তর্পণ করেন উপস্থিত বিশিষ্টজনেরা৷ পরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে চলে আলোচনা সভাও৷ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারা অসম সাঁওতাল মাঝিমণ্ডল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনীল হেমব্রম ও সহসভাপতি দীপেন সোরেন৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের এক প্রতিনিধি দলও এ দিন অনুষ্ঠানে অংশ নেয়৷
দুদিনের এই কার্যসূচিতে দফায় দফায় দাবি ওঠে অসমে সাঁওতালদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ দিতে হবে, সাঁওতালদের অসমে তফশিলি জনজাতির মর্যাদা দিতে হবে৷ অলচিকি লিপির ব্যবহার নিশ্চিত করারও দাবি জানান তাঁরা৷