NE UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News
৩৯ জনের নয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটি, তালিকায় আসামের গৌরব গগৈ
গুয়াহাটি, ২০ আগস্ট ঃ নিখিল ভারত কংগ্রেস কমিটির নবগঠিত ওয়ার্কিং কমিটিতে আসামের সাংসদ গৌরব গগৈকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান নীতি নির্ধারক কমিটি হিসেবে পরিগণিত কংগ্রেস ওয়ার্কিং কমিটি সংক্ষেপে সিডব্ল্যুসি রবিবার দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘোষণা করেন। আসাম থেকে শুধুমাত্র গৌরব গগৈকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে মোট ৩৯ জন সদস্য রয়েছেন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে আসামের সাংসদ স্থান পাওয়ায় স্বাভাবিকভাবেই অসম কংগ্রেসের কর্মী মহলে খুশির পরিবেশ। মল্লিকার্জুন খাড়গে রবিবার যে কমিটি পুনর্গঠন করেছেন, তাতে নতুন সদস্য হিসেবে স্থান পেয়েছেন শচীন পাইলট, শশী থারুর, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নি, আনন্দ শর্মা ও আসামের গৌরব গগৈ। এছাড়া নাসির হুসেইন, অলকা লাম্বা, সুপ্রিয়া শ্রীনেত প্রাণীতি সিন্ধে, পবন খেরা গণেশ গোদিয়াল, যশোমতী ঠাকুর সহ অন্য নেতাদের কংগ্রেস ওয়ার্কিং কমিটির তালিকায় রাখা হয়েছে।
এখানে লক্ষণীয় বিষয় হল, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মজয়ন্তীতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত বছর কংগ্রেস সভাপতি নির্বাচনে মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে লড়াইয়ে থাকা শশী থারুরকেও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে, কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে যে ৩৯ জন সদস্য রয়েছেন, তার মধ্যে মাত্র তিনজন সদস্যের বয়স ৫০-এর নিচে রয়েছে। এছাড়া কমিটিতে পার্মানেন্ট ইনভাইটি ও ইনচার্জ হিসেবে রয়েছেন ৩২ জন ও বিশেষ আমন্ত্রণ হিসেবে রয়েছেন আরও ৯ জন।