Barak UpdatesHappeningsBreaking News
৩৫ জনের রক্তদানের মাধ্যমে নেতাজি ছাত্র যুব সংস্থার রজত জয়ন্তী বর্ষের সূচনা
ওয়েটুবরাক, ৩ সেপ্টেম্বরঃ রক্তদান শিবিরের মাধ্যমে নেতাজি ছাত্র যুব সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা হলো ৷ আজ মঙ্গলবার কাছাড় ক্যান্সার হাসপাতালের কনফারেন্স হলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করেন মুখ্য অতিথি, উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট চিকিৎসক কুমার কান্তি দাস (লক্ষণ দাস)৷ সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলীপ কুমার দে, কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির ভাইস চেয়ারম্যান নীহারেন্দু পুরকায়স্থ, বরাক ভ্যালি ভলান্টিয়ারি ব্লাড ডোনারস ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল, স্মাইল সংগঠনের সাধারণ সম্পাদক সুরজিৎ সোম, নেতাজি ছাত্র যুব সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান শেখর পালচৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী মহুয়া ভৌমিক এবং সাধারণ সম্পাদক তথা সংগঠনের প্রতিষ্ঠাতা দিলু দাস৷
কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত দান চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সৌমিত্র দেব, লাইফ লাইন ফর এভার ফাউন্ডেশনের সভাপতি সৌমিত্র দত্ত চৌধুরী, সস্পাদিকা পল্লবীতা শর্মা , হৃদয় সামাজিক সংগঠনের সম্পাদক কৃষ্ণ কংস বণিক, রক্তদান শিবিরের আহ্বায়ক বিভাস রায় প্রমুখ৷
রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটি চেয়ারম্যান শেখর পাল চৌধুরী, সাধারণ সম্পাদক দিলু দাস, সাংগঠনিক সম্পাদক অভিষেক দাস , বিপ্লব চক্রবর্তী, কোষাধ্যক্ষ কৃশানু ভট্টাচার্য, আহ্বায়ক অনুপ দেব, সদস্য রাজ সুত্রধর, যুগ্ম আহ্বায়ক বুরহান মজুমদার, সদস্য গণেশ রবিদাস, অরূপ আচার্য , সংস্থার প্রাক্তন সভাপতি তথা ইয়াসির সভাপতি সঞ্জীব রায় সহ লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার, স্মাইল সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, বরাক ভ্যালি ভলান্টিয়ারি ব্লাড ডোনারস ফোরাম এবং ইয়াসি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে উক্ত শিবিরে রক্ত দান করেন।
রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে শিবিরের মাধ্যমে ২৫ ইউনিট রক্ত দান করার পরিকল্পনা থাকলেও স্বেচ্ছায় সবাই এগিয়ে আসায় শেষপর্যন্ত ৩৫ ইউনিট রক্ত দান করা হয়৷
উল্লেখ্য যে, নেতাজি ছাত্র যুব সংস্থার প্রাক্তন সভাপতি তথা ইয়াসির সভাপতি সঞ্জীব রায় ৫০তম এবং সংস্থার সাংগঠনিক সম্পাদক তথা লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের অভিষেক দাস ২৫তম রক্ত দান করলেন এ দিন৷ এ ছাড়া, ছয় জন ব্যক্তি আজ প্রথম বারের রক্ত দান করেন।
কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির পক্ষ থেকে সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়৷
সকালে রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটি চেয়ারম্যান শেখর পালচৌধুরী ও সাধারণ সম্পাদক দিলু দাস।