India & World UpdatesHappeningsBreaking News
২৬ ঘণ্টায় এভারেস্টের চুড়োয় উঠে রেকর্ড হংকঙের মহিলা পর্বতারোহীর
৩১ মে : ২৬ ঘণ্টারও কম সময়ে বিশ্বের মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড গড়লেন হংকংয়ের এক মহিলা পর্বতারোহী। সাং ইন-হাং এর আগে কোনও মহিলা পর্বতারোহী এত কম সময়ে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের চূড়ায় উঠতে পারেননি। পেশায় একসময় স্কুল শিক্ষিকা ছিলেন সাং ইন-হাং। কিন্তু পর্বত জয়ের নেশায় হঠাত্ই মত্ত হয়ে পড়েন। ২০১৭ সালেই সাং ইন-হাং হংকং প্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। এ নিয়ে পরপর তিনবার এভারেস্ট অভিযানে যান ৪৪ বছরের সাং ইন-হাং।
এবারের অভিযানের পরে এভারেস্টের বেস ক্যাম্পের লিয়াজোঁ অফিসার বলেন, হংকংয়ের সাং ইন-হাং ২৫ ঘণ্টা ৫০ মিনিটে ২৯ হাজার ৩১ ফুট (৮৮৪৮.৮৬ মিটার) উচ্চতার এভারেস্টের চূড়ায় উঠেছেন। অভিযানের দিন তিনি বেলা ১টা ২০ মিনিটে বেস ক্যাম্প থেকে রওনা হয়ে পরের দিন বেলা ৩টা ১০ মিনিটে চূড়ায় পৌঁছন। যদিও এর আগে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের রেকর্ড গড়েছেন নেপালের মহিলা পর্বতারোহী পুঞ্জো ঝাংমু লামা। তিনি সময় নিয়েছিলেন ৩৯ ঘণ্টা ৬ মিনিট। সেই রেকর্ড ভেঙেছেন সাং ইন-হাং। তবে এখনও গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম ওঠেনি সাং ইন-হাং-এর।
অতিমারির কারণে গত বছর এভারেস্ট অভিযান বন্ধ রেখেছিল নেপাল। তবে এবার নেপাল সরকার ৪০৮ জন পর্বতারোহীকে এভারেস্ট অভিযানের অনুমতি দিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এঁদের মধ্যে ৩৫০ জনের কিছু বেশি পর্বতারোহী অভিযানে অংশ নিয়েছেন।