India & World UpdatesHappeningsBreaking News
২৬ খেলোয়াড়কে অর্জুন, ৫ কোচকে দ্রোণাচার্য পুরস্কার রাষ্ট্রপতির
নতুনদিল্লি, ৯ জানুয়ারি : চলতি বছরের প্রাপকদের মঙ্গলবার জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ দিন রাষ্ট্রপতি ভবনে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ৫ জন কোচকে দ্রোণাচার্য পুরস্কার ও ২৬ জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার তুলে দেওয়া হয়েছে। অন্য তিনজনকে দেওয়া হয়েছে লাইফটাইম সম্মান। অর্জুন পুরস্কার প্রাপকের তালিকায় ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মহম্মদ সামি রয়েছেন। ব্যাডমিন্টন তারকা জুড়ি সাত্মিক সাইরাজ ও চিরাগ শেট্টিকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে।
যে তিন কোচকে দিন লাইফটাইম সম্মান দেওয়া হয়েছে তারা হলেন গলফ কোচ জসকীরত সিংহ গ্রেওয়াল, কবাড্ডি কোচ ভাস্করন এবং টেবিল টেনিস কোচ জয়ন্ত কুমার পুসীলাল।দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন পাঁচজন কোচ। এঁরা হলেন, রেসলিঙে গণেশ প্রভাকরণ, প্যারা অ্যাথলেটিক্সে মহাবীর সোনী, কুস্তিতে ললিত কুমার, দাবায় আরবী রমেশ এবং হকিতে শিবেন্দ্র সিংহ।
এছাড়া এ দিন অমৃতসরের গুরু নানক দেব ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হিসেবে এবং পাঞ্জাবের লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি ফাস্ট রানার্সআপ হিসেবে পেয়েছে মওলানা আবুল কালাম আজাদ ট্রফি। সেকেন্ড রানার্সআপ হয়েছে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই তিনটি বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে সেরা তিনটি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের খেতাব পেয়েছে।