India & World UpdatesAnalyticsBreaking News
২৪ বিজেপি নেতা পজিটিভ ! আগামী ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বিহারে
১৪ জুলাই : দেশজুড়ে বাড়ছে মারণ ভাইরাসের সংক্রমণ। বিহারেও প্রতিদিন বাড়ছে সংক্রমণ। এর প্রেক্ষিতে আগামী ১৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন ঘোষণা করেছে নীতিশ কুমারের সরকার। মঙ্গলবার একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানালেন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি। রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনার পর বিহারে নতুন করে লকডাউন ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। বিহার সরকারের তরফে উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী জানান, আগামী ১৬-৩১ জুলাই পর্যন্ত বিহারে লকডাউন জারি থাকবে। তবে লকডাউন চললেও চাষের কাজ ও নির্মাণ সম্পর্কিত কাজগুলি চলবে। লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে জরুরিকালীন পরিষেবাগুলিকে।
দেশের অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে বিহারে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শ’য়ে-শ’য়ে করোনা রোগীর হদিশ মিলছে। আনলক পর্যায় শুরু হতেই বেড়ে চলা সংক্রমণে ঘুম ছুটেছে প্রশাসনের। এর মধ্যেই ২৪ জন শীর্ষ বিজেপি নেতার করোনা পজিটিভ ধরা পড়ে। বিজেপির ৭৫ জন নেতার নমুনা পরীক্ষা করা হয়। এরপর ২৪ জন নেতার রিপোর্ট পজিটিভ আসে। তখনই লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিহার সরকার। এদিকে সোমবার পাটনা মেডিক্যাল কলেজের এক চিকিত্সক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বিহারের স্বরাষ্ট্রসচিবও করোনা পজিটিভ।