India & World UpdatesHappeningsBreaking News
২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন, বিজয়া দশমীতে ভাগবতের ঘোষণা
ওয়েটুবরাক, ২৪ অক্টোবর : আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যায় রামমন্দিরের। ওই দিন মন্দিরে প্রতিষ্ঠা করা হবে রামের মূর্তি। নাগপুরে আরএসএসের বার্ষিক বিজয়াদশমী উৎসব থেকে এই ঘোষণা করলেন মোহন ভাগবত।
বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে সামনে এল রামমন্দিরের উদ্বোধনের দিনক্ষণ। আরএসএস প্রধান ভাগবত এদিন বলেন, ‘অযোধ্যায় রামের মন্দির তৈরি হচ্ছে। ২২ জানুয়ারি নিজের মন্দিরে প্রবেশ করবেন রামলালা। ওইদিন গোটা দেশে আমরা নিজেরা নিজেদের জায়গায় ছোট ছোট মন্দিরে এই বাতাবরণ তৈরি করতে পারি।’
এদিকে, মণিপুরে হিংসার ঘটনায় সংসদে তোলপাড় হয়ে যাওয়ার পর এই নিয়ে প্রথম সামনে এল সঙ্ঘের বক্তব্য। মণিপুরে হিংসার ঘটনায় ‘বাহ্যিক শক্তির’ যোগ আছে বলে দাবি করলেন সঙ্ঘ প্রধান। আরএসএস প্রধানের বক্তব্য, ‘বহু বছর ধরে মেইতেই ও কুকিরা একসঙ্গে বসবাস করছে। হঠাৎ করে হিংসার ঘটনা কী করে ঘটল ? এই অশান্তিতে বাইরের শক্তি লাভবান হয়। এতে বাইরের প্রভাব আছে।’
আর মোহন ভাগবতের এই মন্তব্যের পরই সঙ্ঘ প্রধানের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দশেরার দিন সঙ্ঘপ্রধানের বক্তব্য ঘিরে আন্দোলিত হল জাতীয় রাজনীতি।