NE UpdatesAnalyticsBreaking News
২২,৯২১টি খালি পদ পূরণের সিদ্ধান্ত ক্যাবিনেটের
৪ আগস্ট : ১ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রসঙ্গে বুধবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আসাম ক্যাবিনেট। ১ সেপ্টেম্বর থেকে শিক্ষা বিভাগে প্রায় ২৩ হাজার পদে নিযুক্তি দেওয়া হবে। ক্যাবিনেটে নতুন করে ২২,৯২১টি পদ পূরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগে ১০ হাজার এবং ১২,৯২১টি পদ মাধ্যমিক শিক্ষা বিভাগে পূরণ করা হবে। পার্বত্য জেলা অনুসূচিত জনজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ১,৪৬৪টি পদের জন্য রাজ্য সরকার বিশেষ টেট পরীক্ষার আয়োজন করবে।
এর পাশাপাশি গারো, বরো ও মণিপুরি মাধ্যমের জন্যও বিশেষ টেট পরীক্ষার আয়োজন করা হবে। এর আগের ক্যাবিনেট কমিটির বৈঠকে অসম পুলিশের ১৫ হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বুধবার শিক্ষা সংক্রান্ত বিষয়ে ক্যাবিনেট কমিটির সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু।
শিক্ষা মন্ত্রী বলেন, এই পদগুলি সরকারি অনুমোদিত। কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো খালি পড়ে রয়েছে। এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য ক্যাবিনেট কমিটি অনুমোদন জানিয়েছে। শিক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, প্রাথমিক স্তরে যে ১০ হাজার পদ পূরণ করা হবে তারমধ্যে নিম্ন প্রাথমিক পর্যায়ে রয়েছে ৭২৪২টি পদ এবং উচ্চ প্রাথমিক পর্যায়ে রয়েছে ২৭৫৮টি পদ। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই শূন্যপদ গুলোর জন্য বিজ্ঞাপন প্রকাশ থেকে শুরু করে যাবতীয় প্রক্রিয়া আরম্ভ হবে।