Barak UpdatesHappeningsBreaking News
২০ হাজার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত, মার মহিলা গ্রেফতার
ওয়েটুবরাক, ১৬ নভেম্বরঃ ফের ড্রাগসবিরোধী অভিযানে সাফল্য পেল কাছাড় পুলিশ। অসম-মণিপুর সীমা্ন্তের জিরিঘাটে বাজেয়াপ্ত করা হয়েছে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয়েছে মার জনগোষ্ঠীর এক মহিলাকে।
কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানিয়েছেন, ধৃত মহিলার নাম হোমানকি মার (37)। জিরিঘাটের দীঘলি মণিপুরি বস্তিতে তার বাড়ি। বাজেয়াপ্ত ট্যাবলেটের বাজারমূল্য ছয় কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
তিনি জানান, জিরিঘাট থানার ওসি চিত্তরঞ্জন বরার নেতৃত্বে বুধবার বিকালে দিঘলি বাহাদুরপুর রোড ও দিঘলি মণিপুর বস্তির কাছে অভিযান চালানো হয়। তখনই ধরা পড়ে হোমানকি মার। তার কাছ থেকে বাজেয়াপ্ত ২০ হাজার নেশার ট্যাবলেট মণিপুর থেকে এসেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, বরাক উপত্যকাকে করিডর করে সেগুলি আবার অন্যত্র পৌঁছে দেওয়া হতো। এই চক্রে আর কে কে জড়িত রয়েছে, তাঁরা এর সন্ধান বার করতে সচেষ্ট রয়েছেন।