Barak UpdatesHappeningsBreaking News
১৯ মে পরীক্ষা ! প্রতিবাদে ২৬ এপ্রিল বরাক বনধ
ওয়েটুবরাক, ১৬ এপ্রিল: ১৯ মে ভাষাশহিদ দিবসে পরীক্ষা বাতিলের দাবিতে আগামী ২৬ এপ্রিল বরাক বনধের ডাক দেওয়া হয়েছে৷ বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা ঘোষণা করা হয়েছে৷
উপস্থিত ছিলেন প্রদীপ দত্তরায়, নিখিল পাল, গৌতমপ্রসাদ দত্ত, সুব্রত ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ, স্বর্ণালী চৌধুরী, হিল্লোল ভট্টাচার্য, কমল চক্রবর্তী, রাজীব কর, বিজয় খান, সব্যসাচী পুরকায়স্থ প্রমুখ৷
রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল জানান, গ৩ ১৩ এপ্রিল তাঁরা শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা সহ বিশিষ্টজনদের বৈঠকে আমন্ত্রণ করেছিলেন৷ সেখানেই দশটির বেশি সংগঠন জোটবদ্ধভাবে বনধ পালনের সিদ্ধান্ত নেয়৷
এদিকে, নৃত্যশিল্পী সৌমিত্রশংকর চৌধুরীও একই দাবিতে উচ্চশিক্ষা দফতরের কমিশনার-সচিবের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন৷