Barak UpdatesHappenings
১৯ মেও পরীক্ষা! রুটিন বদলের দাবিতে বিডিওয়াইএফের স্মারকলিপি
ওয়েটুবরাক, ১৩ এপ্রিল: রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার যে কার্যসূচি ঘোষিত হয়েছে, তাতে ১৯ মে তারিখে মাধ্যমিকের অ্যাডভান্স মনিপুরি ও উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। এর প্রতিবাদে মাধ্যমিক বোর্ড (সেবা) ও উচ্চমাধ্যমিক সংসদের আধিকারিকের কাছে জেলা প্রশাসনের মাধ্যমে স্মারকপত্র প্রদান করলেন বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের সদস্যবৃন্দ।
স্মারকলিপিতে তাঁরা বলেন, যেহেতু ১৯ মে ভাষাশহিদ দিবস হিসেবে সমগ্র উপত্যকায় পালিত হয় এবং এই দিনটির সাথে বরাকবাসীর ভাবাবেগ জড়িত তাই এদিনের পরীক্ষা কর্মসূচি বাতিল করে অবিলম্বে নতুন পরীক্ষা কার্যসূচি ঘোষণা করতে হবে।
অতিরিক্ত জেলাশাসক বিদ্যুৎ জিডুঙের হাতে স্মারকলিপিটি তুলে দেন বিডিএফ সদস্যরা। অতিরিক্ত জেলাশাসক বলেন, যেহেতু এই বিষয়টি স্পর্শকাতর ও এর সাথে এখানকার ভাবাগেব জড়িত, তাই তিনি অবিলম্বে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। এদিনের কর্মসূচিতে অংশ নেন যুব ফ্রন্টের পক্ষ থেকে কল্পার্ণব গুপ্ত এবং বিডিএফ-এর হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।