Barak UpdatesHappeningsBreaking News

১৯ অক্টোবর বিভাসরঞ্জন চৌধুরীর লেখা গ্রন্থপ্রকাশ

ওয়েটুবরাক, ১৪ অক্টোবর : আগামী ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে পাঁচটায় মধ্যসহর সাংস্কৃতিক সমিতির দ্বিতলে ড. বিভাসরঞ্জন চৌধুরীর লেখা গ্রন্থ ‘Socio Economic Problems Since the partition : A Study of the Barak Valley of the North East India’ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে৷ গ্রন্থটির মোড়ক উন্মোচন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরহিত্য করবেন অধ্যাপক গীর্বানরঞ্জন বিশ্বাস৷ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, বার্তালিপির সম্পাদক অরিজিৎ আদিত্য, উইমেন্স কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. দেবশ্রী দত্ত ও গুরুচরণ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান তথা লোকগবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য৷ অনুষ্ঠানের আয়োজক তথা গ্রন্থকার জায়া, শিলচর এনআইটির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড.  বাসনা চৌধুরী ১৯ অক্টোবরের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন৷

প্রসঙ্গত, গ্রন্থকার বিভাসরঞ্জন চৌধুরী গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যাপক এবং আসাম বিশ্ববিদ্যালয়ের কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রাক্তন ডিরেক্টর৷ তিনি আসাম পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসাবেও কার্যনির্বাহ করেছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker