India & World UpdatesSportsBreaking News
১৮ সদস্যের দল ঘোষণা, ফিরলেন শামি-জাদেজা-বিহারী
ওয়েটুবরাক, ৭ মেঃ চোট সারিয়ে দলে ফিরলেন মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা ও হনুমা বিহারী। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিনশিপ ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ শুক্রবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে জাতীয় নির্বাচক কমিটি। তবে এই সফরকারী দলে কে এল রাহুল ও ঋদ্ধিমান সাহাকে আপাতত বিবেচনা করা হয়নি। আইপিএল খেলার সময় রাহুল অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। ঋদ্ধিমান করোনায় আক্রান্ত।
তবে ১৮ সদস্যের এই দলে হার্দিক পাণ্ড্য ও কুলদীপ যাদবের জায়গা হয়নি। পৃথ্বী শ-কেও সুযোগ দেননি নির্বাচকরা। এমনকি নবদীপ সাইনিও বাদের তালিকায়। যদিও চেতন শর্মার নেতৃত্বে নির্বাচক কমিটি অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান ও আর্জান নাগওয়াসওয়ালাকে ‘স্ট্যান্ড বাই’ হিসেবে দলের সঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিরাটবাহিনীঃ বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট রক্ষক), রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, ঈশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, ময়াঙ্ক আগরওয়াল, উমেশ যাদব ও শুভমন গিল৷