NE UpdatesAnalyticsBreaking News
১৭ সেপ্টেম্বর এক কোটি গাছের চারা রোপন হবে রাজ্যে
গুয়াহাটি, ৩ আগস্ট ঃ গাছের চারা রোপন কার্যসূচিকে বিশেষ রূপ দেওয়ার উদ্দেশে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে আসাম সরকার। এই অভিযানের অঙ্গ হিসেবে এক দিনেই সারা রাজ্যে এক কোটি গাছ রোপন করা হবে। বন ও পরিবেশ বিভাগের উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর সারা রাজ্যে যে এক কোটি গাছ রোপন করা হবে, সেই অভিযানকে অমৃত বক্ষ আন্দোলন হিসেবে নামকরণ করা হয়েছে।
এ উপলক্ষে মুখ্যমন্ত্রী দিসপুর জনতা ভবনে দুটি ওয়েব পোর্টাল চালু করেন। এই পোর্টাল দুটি হচ্ছে Amrit Brikhya Andolan ও WBI পোর্টাল। উল্লেখ্য, অমৃত বৃক্ষ আন্দোলন অভিযানে আসামের মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, চা বাগানের কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন। তবে ১৭ সেপ্টেম্বর গাছের চারা রোপন করার ফটো সহ সবিশেষ তথ্য Amrit Brikhya Andolan পোর্টালে আপলোড করতে হবে। গাছের চারা রোপনের জন্য সরকার প্রতিটি মানুষকে ব্যাঙ্কের মাধ্যমে ১০০ টাকা দেবে। গাছের চারা ভালভাবে প্রতিপালন করার তিন বছর পর ২০০ টাকা দেওয়া হবে।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, এটি গোটা রাজ্যের জন্য এক বড় পদক্ষেপ। বাণিজ্যিক মূল্য থাকা গাছের চারা রোপনে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। গাছের চারা বন বিভাগ জোগান দেবে। তিনি বলেন, অমৃত বৃক্ষ আন্দোলনের উদ্দেশ্য হল, রাজ্যে এক বৃক্ষ অর্থনীতি গড়ে তোলা। সঙ্গে কৃষি বনানীকরণে গুরুত্ব দেওয়াও হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর কথায়, আগামী ২০২৪ সালে ৩ কোটি ও ২০২৫ সালে ৫ কোটি গাছের চারা এভাবে রোপন করার লক্ষ্য নেওয়া হয়েছে।