India & World UpdatesHappeningsBreaking News
১৭ বছর পরে কারামুক্তি বিএনপি নেতা পিন্টুর
ওয়েটুবরাক, ২৬ ডিসেম্বর: ১৭ বছর পর জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রাক্তন উপমন্ত্রী পিন্টুর বেরিয়ে আসতেই দলের নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান। এর পর তিনি তাঁদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে যান।
দলের বিভিন্ন কার্যালয়ে বিএনপি নেতার মুক্তির খুশিতে মিষ্টি বিতরণ করা হয়।
প্রসঙ্গত, গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত ছিলেন পিন্টু। সেই মামলায় ২১ আগস্ট তাঁকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। তবে মামলাটি হাইকোর্টে উঠলে নিম্ন আদালতের রায় বাতিল হয়ে যায়। এরপর গত ১ ডিসেম্বর তাঁকে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট।