India & World UpdatesHappeningsBreaking News
১৬ জুন থেকে দরজা খুলছে তাজমহল সহ বেশ কয়েকটি স্মৃতিসৌধের
১৪ জুন : আগামী ১৬ জুন থেকে খুলছে তাজমহল সহ দেশের একাধিক দর্শনীয়স্থল। মূলত কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন সৌধ এবং স্মৃতিস্তম্ভ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছে আর্কিওলিজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। তবে এই পর্যটকস্থলে ঢুকতে অনলাইন টিকিট বুকিং করতে হবে। অফলাইনে কোনও টিকিট দেওয়া হবে না।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ যোশি বলেন, ‘সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ১৬ জুন থেকে তাজমহল সহ একাধিক সৌধ, স্মৃতিস্তম্ভ এবং মিউজিয়াম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সরকারের অধীনস্থ এই পর্যটনস্থলের দরজা খুলে দেওয়া হবে।।‘ জানা গিয়েছে, তাজমহলের পাশাপাশি আগামি ১৬ জুন থেকে দরজা খুলছে লালকেল্লা এবং অজন্তা গুহা। দ্বিতীয় ঢেউ উদ্বেগজনক হওয়ায় ১৫ এপ্রিল থেকে বন্ধ ছিল এই পর্যটকস্থল। এর আগেও প্রথম ঢেউয়ের সময় লকডাউন চলাকালীন প্রায় ১০০দিন বন্ধ ছিল এই পর্যটকস্থল।