NE UpdatesAnalyticsBreaking News
১৫ আগস্ট নয়, স্কুল-কলেজ প্রাদেশিকীকরণের প্রথম তালিকা ২০ আগস্ট
১৫ আগস্ট : আসামের বেশ কয়েকটি স্কুল ও কলেজ প্রাদেশিকীকরণের কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তাঁর ঘোষণা অনুযায়ী প্রথম তালিকাটি ১৫ আগস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু এ বার এই ঘোষণা ৫ দিন পিছিয়ে গেল। শিক্ষা বিভাগের নতুন ঘোষণা অনুযায়ী এ বার এই তালিকা আগামী ২০ আগস্ট প্রকাশ করা হবে। স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা টুইট করে জানিয়েছেন, ১৫ আগস্টের পরিবর্তে স্কুল-কলেজ প্রাদেশিকীকরণের প্রথম তালিকাটি ২০ আগস্ট ঘোষণা করা হবে।
উল্লেখ্য, আসাম মধ্যশিক্ষা পর্ষদের অধীনে রাজ্য সরকার এর আগে জানিয়েছিল, আসামের ১৯৭টি হাইস্কুল, ৯টি হাইয়ার সেকেন্ডারি ও ১৪৯টি জুনিয়র কলেজকে প্রাদেশিকীকরণ করা হবে। এই প্রাদেশিকীকরণ ১ জানুয়ারি, ২০২০ থেকে কার্যকর হবে। গত কয়েকদিন আগে এক সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, প্রাদেশিকরণের দ্বিতীয় তালিকাটি অক্টোবরে প্রকাশিত হবে। তিনি সেসময় জানান, স্কুল-কলেজ প্রাদেশিকরণের পাশাপাশি ৩৩৫৯ জন শিক্ষককেও প্রাদেশিকীকরণ করা হবে। তাছাড়া এই তালিকায় নতুন ৩০টি কলেজ রয়েছে বলেও মন্ত্রী জানিয়েছিলেন।