HappeningsBreaking News
১২ ডিসেম্বর থেকে গুয়াহাটিতে যোগ মহোৎসবYoga festival to start in Guwahati from 12 December
৫ ডিসেম্বর : ভারতীয় যোগ সংস্কৃতি ও যোগ চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে আগামী ১২ ডিসেম্বর থেকে গুয়াহাটিতে দ্বাদশ যোগ মহোৎসব শুরু হচ্ছে। প্রতিষ্ঠানের মালিগাঁও কেন্দ্রীয় কার্যালয়ে এই মহোৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্য সচিব অলোক কুমার। মুখ্য অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা সহ অন্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন গুয়াহাটি রামকৃষ্ণ মিশনের স্বামী আত্মসুধানন্দজি মহারাজ।
৫ দিনের এই কর্মসূচির অন্তর্গত যোগাভ্যাস, বৃক্ষরোপণ, রক্তদান শিবির ও বিভিন্ন প্রতিযোগিতা থাকবে। এই মহোৎসবে বরাক উপত্যকার সুজয় নাথ, ধেমাজির অতুল গগৈ, ডিব্রুগড়ের নিরুপমা কোওরকে স্বামী শিবানন্দ সরস্বতী যোগ অনুপ্রেরণা পুরস্কার দিয়ে সম্মান জানানো হবে। এছাড়াও অন্যান্য অনুষ্ঠান রয়েছে।
December 5: A gala Yoga Festival will be organised at Guwahati from 12 December by Bharatiya Yoga Sanskriti O Yoga Chikitsha Kendra. The Yoga festival will be inaugurated by the Chief Secretary of the state Alok Kumar at the office of the Yoga Centre at Maligaon. The Chief Guest of the occasion will be Education Minister Siddhartha Bhattacharjee, MLA Ramendra Narayan Kalita and many other such dignitaries. A special lecture on this occasion will be delivered by Swami Atmasudhananda Maharaj of Guwahati Ramakrishna Mission. This 5-day Yoga festival will witness different types of activity.