Barak UpdatesHappenings

শান্তনু নায়েকের মাতৃবিয়োগ

১ জুলাই: শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের বাসিন্দা শান্তা নায়েক আর নেই৷ বেশ কিছুদিন বার্ধক্যজনিত রোগে কষ্ট পাওয়ার পর বুধবার সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডস্থিত নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। শান্তাদেবী বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্তের সভাপতি, বিশিষ্ট আইনজীবী শান্তনু নায়েকের মা৷

তিনি বৈবাহিক সূত্রে ১৯৫০ সালে গুজরাট থেকে এই অঞ্চলে আসেন। দীর্ঘ ৭০ বছর এই গুজরাটি ব্রাহ্মণ মহিলা বরাক উপত্যকার সাংস্কৃতিক, সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। জড়িত ছিলেন নানা ধর্মীয় কর্মকাণ্ডেও৷

পুত্র শান্তনু নায়েক ছাড়াও তিনি রেখে গিয়েছেন  পুত্রবধূ সুপ্রিয়া, নাতি সৌম্যদীপ, নাতনি সাগরিকা সহ অনেক পরিজনদের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর৷

বুধবার দুপুরে শিলচর শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়৷ সে সময় বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, আরএসএস, বিজেপি, শিলচর বার অ্যাসোসিয়েশন ইত্যাদি নান সংগঠনের  কর্মকর্তা উপস্থিত ছিলেন৷

শান্তা দেবীর প্রয়াণ সংবাদ পেয়ে শিলচরের সাংসদ ডা: রাজদীপ রায়, আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বিধায়ক দিলীপ কুমার পাল সহ তাঁর বাসভবনে গিয়ে অন্তিম শ্রদ্ধা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker