Barak UpdatesHappeningsBreaking News

১২৫ বছর পূর্ণ করল শিলচর কোচিং মেনটেন্যান্স ডিপো

ওয়েটুবরাক, ২৩ জানুয়ারি : ১২৫ বছর পূর্ণ করল উত্তর-পূর্ব সীমান্ত রেলের শিলচর কোচিং  মেনটেন্যান্স ডিপো৷ ১৮৯৮ সালে এই ডিপো নির্মিত হয়েছিল৷ এটিই উত্তর-পূর্বাঞ্চলের প্রথম রেল ডিপো৷ এই অঞ্চলে রেল পরিষেবা চালু হওয়ার পরপরই শিলচর ডিপো কাজ শুরু করে৷
দেশভাগের আগে ১৯৮৬ সালের ৪ ডিসেম্বর সিলেট থেকে করিমগঞ্জ হয়ে বদরপুরে প্রথম ট্রেন আসে৷ এই রুটেই ভারতের অন্য অংশের সঙ্গে উত্তর-পূর্বের প্রথম রেল যোগাযোগ ঘটে৷ এটি পরে হাফলঙ হয়ে লামডিঙ পর্যন্ত সম্প্রসারিত হয়৷ দেশভাগের আগে কিংবা পরে উত্তর-পূর্বাঞ্চলের ট্রেন পরিষেবায় শিলচর কোচিং মেনটেন্যান্স ডিপোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ মণিপুর এবং মিজোরামে রেললাইন সংযোগেও এই ডিপো বিশেষ ভূমিকা গ্রহণ করে৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ অফিসার সব্যসাচী দে জানান, এটি মিটারগেজেই ছিল৷ ২০১৫ সালে ব্রডগেজে রূপান্তরিত হয়৷ সেখানে এখন দুটি মেনট্যানেন্স বে এবং দুটি এগজামিনেশন পিট রয়েছে ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker