Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

কাল কাছাড়ের কৃষকদের সঙ্গে অন-লাইনে কথা বলবেন মোদি

২৪ ডিসেম্বর: দিল্লি, পঞ্জাব, হরিয়ানায় যখন কৃষক আন্দোলন তুঙ্গে, বারবার আলোচনার পরও যখন ক্ষোভ মেটেনি, সে সময়ে কাছাড়ের কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অনলাইন আলাপচারিতায় তিনি নতুন তিন কৃষি বিল নিয়ে কৃষকদের আস্থা অর্জনের চেষ্টা করবেন৷ তাঁদের মনোভাবনাও বুঝে নেওয়ার চেষ্টা করবেন৷ বেলা ১২টায় দিল্লি থেকে ওই আলাপচারিতা প্রধানমন্ত্রী মোদিই শুরু করবেন৷ মধুরা পয়েন্টে বাজপেয়ীর মূর্তি উন্মোচন স্থলে প্রজেক্টরের সাহায্যে বড় পর্দায় পারস্পরিক দেখাদেখির আয়োজন করছে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর৷ একঘণ্টার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গাড়কারীও৷ এই কর্মসূচি সম্পন্ন হওয়ার পরেই গাড়কারি  বাজপেয়ীর মূর্তি উন্মোচন করবেন৷

জেলা কৃষি অফিসার এল আই সিংহ জানিয়েছেন, মধুরা পয়েন্ট ছাড়াও ব্লকে ব্লকে কৃষকদের ডেকে এনে মোদির ভাষণ শোনানোর ব্যবস্থা করা হয়েছে৷ শুধু  তাঁর  কথা শোনা নয়, তিনিও যেন কৃষকদের দেখতে পান, সে ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ সে দিকে খেয়াল রেখে বিডিও-রা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন৷ জেলা কৃষি অফিসার প্রতি ব্লকে দুইশোজন করে কৃষকের উপস্থিতি নিশ্চিত করছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker