NE UpdatesHappeningsBreaking News

১০ ব্যাগ গাঁজা উদ্ধার করল জিআরপি-আরপিএফ

৩১ অক্টোবর: গুয়াহাটি স্টেশনে দাঁড়ানো ডিব্রুগড়-দিল্লি বিশেষ বিপি মেলে ৭ ব্যাগ এবং ডিমাপুর রেলস্টেশন চত্বরে ৩ ব্যাগ গাঁজা বাজেয়াপ্ত করেন নিরাপত্তা রক্ষীরা৷ তবে কোথাও কোনও ব্যাগের মালিক খুঁজে পাওয়া যায়নি৷

উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ অফিসার শুভানন চন্দ জানান, শুক্রবার বেলা সোয়া ১২টায় ডিব্রুগড়-দিল্লি বিশেষ বিপি মেল গুয়াহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালে জিআরপি রুটিন তল্লাশি চালাচ্ছিল৷ তখনই এক কামরায় সিটের নীচে ৭টি ব্যাগ তাদের নজরে পড়ে৷ মালিকের খোঁজ না পাওয়ায় সন্দেহ বেড়ে যায়৷ খুলে দেখা যায়, সবকটি গাঁজায় ঠাসা৷ বাজেয়াপ্ত গাঁজার পরিমাণ ৮০ কেজি৷ এর বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা৷ অন্যদিকে একই দিনে ডিমাপুর স্টেশনে ৩টি ব্যাগ পড়ে থাকতে দেখে আরপিএফের সন্দেহ জাগে৷ মালিক না পাওয়ায় খুলে দেখা যায়, কালো পলিথিনে মোড়া তিনটি প্যাকেট৷ প্রত্যেকটিতে ৫ কেজি করে গাঁজা৷ এর বাজারমূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker