Barak UpdatesBreaking News
১০০% পাশ কলেজিয়েট স্কুলে, লেটার এসেছে ৫০৪টি
১৫ মে : সেবা আয়োজিত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় বরাক থেকে কেউ প্রথম দশের তালিকায় না থাকলেও ভাল ফল করেছে শিলচর কলেজিয়েট স্কুল। এই স্কুল থেকে এ বার পরীক্ষায় বসেছে মোট ১৩৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম বিভাগে পাশ করেছে ১৩৪ জন, দ্বিতীয় বিভাগে পাশ করেছে ৫ জন। পাশের হার ১০০ শতাংশ। স্টার নম্বর পেয়েছে ৫০ জন, ডিস্টিংশন পেয়েছে ৫১ জন। সব মিলিয়ে লেটার মার্কস এসেছে ৫০৪টি। এর মধ্যে সাধারণ গণিতে লেটার ১১৭টি, ইংরেজিতে ১০৯টি, জেনারেল সায়েন্সে লেটার ৬৩টি, সমাজ বিজ্ঞানে লেটার ৫৪টি, ঐচ্ছিক গণিতে ৬২টি, কম্পিঊটার সায়েন্সে লেটার ৫২টি, মিউজিকে ৫টি, ফাইন আর্টসে ৫টি, হিন্দিতে ২০টি এবং বাংলায় ১৭টি লেটার এসেছে।
বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে রাজ্যে সর্বোচ্চ সাধারণ গণিতে ৩০টি, ঐচ্ছিক গণিতে ১টি, সমাজ বিজ্ঞানে ১টি ও সাধারণ বিজ্ঞানে ১টি। এ দিকে, স্কুলের পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে শ্যামলী নাথ। মোট ৬০০ নম্বরের মধ্যে সে পেয়েছে ৫৭৭। ৫৭৫ নম্বর পেয়ে স্কুলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে অদ্রিজা নন্দী। অদ্রিজা অঙ্ক, বিজ্ঞান ও সমাজবিদ্যায় ১০০-য় ১০০ পেয়েছে। ৫৭২ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে অর্চিষ্মান ভট্টাচা।