NE UpdatesHappeningsBreaking News
হ্যারিকেন-স্মার্ট মিটার নিয়ে বিধানসভা চত্বরে অখিল গগৈর প্রতিবাদ
গুয়াহাটি, ২২ আগস্ট ঃ অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের প্রথম দিন সকালে বিধানসভা চত্বরে স্মার্ট মিটার নিয়ে সরব হয়ে পড়েন বিধায়ক অখিল গগৈ। হাতে স্মার্ট মিটার ও হ্যারিকেন নিয়ে তিনি প্রতিবাদ জানান।
সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে অখিল বলেন, এটি ইন্টেলিয়া কোম্পানির স্মার্ট মিটার। এ ধরনের স্মার্ট মিটার লাগানো হলে আমরা হ্যারিকেনের যুগে ফিরে যাব। স্মার্ট মিটার নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী গত বছর ও চলতি বছরের বিল তুলনা করার জন্য বলেছেন। আমি নিজের বিলের তুলনা করে দেখেছি। স্মার্ট মিটার লাগানোর পর বিল অনেক বৃদ্ধি পেয়েছে। এই স্মার্ট মিটারের মাধ্যমে লুণ্ঠন বন্ধ করতে হবে।
বিধায়ক নিজের ঘরের বিদ্যুৎ মাশুলের তুলনা এ দিন সবার সামনে মেলে ধরেন। অখিল বলেন, ‘আমার গুয়াহাটির ঘরে ২০২২ সালের মে মাসে বিল এসেছিল ৪০৪৪ টাকা। ২০২৪ সালের মে মাসে এসেছে ৬০৭০ টাকা। ২০২৩ সালের মে মাসে এসেছিল ৩০১২ টাকা। অথচ ঘরে সামগ্রী একই রয়েছে। সে অনুযায়ী ২০২২ সালের জুন মাসে ৪০৯৯ টাকা বিল আসার বিপরীতে ২০২৪ সালের জুন মাসে ৭১০১ টাকা বিল এসেছে।
বিধায়ক অখিল গগৈ বিভিন্ন উদাহরণ সহ স্মার্ট মিটারের অত্যাধিক মাশুলের বিষয়টি এদিন সবার সামনে তুলে ধরেন। এর পাশাপাশি বিধায়ক স্মার্ট মিটারের মাধ্যমে এপিডিসিএল এর রাজস্ব বৃদ্ধির প্রসঙ্গটিও উল্লেখ করেন।
স্মার্ট মিটার নিয়ে একদিনের বিতর্কের জন্য মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়ে অখিল গগৈ বলেছেন, ‘স্মার্ট মিটার বন্ধ না হলে রাজ্যে গণবিক্ষোভ হবে। অসম সরকার ঋণ নেওয়ার জন্য এবং লুণ্ঠন করার জন্য বিদ্যুৎ ক্ষেত্রের সংস্কার করেছে। গোটা দেশের মধ্যে অসমে সর্বাধিক স্মার্ট মিটার সংযোগ করা হয়েছে। হিমন্তবিশ্ব শর্মা কি অসমকে পৈত্রিক সম্পত্তি বলে ভাবছেন? স্মার্ট মিটারের বিরুদ্ধে বিধানসভায় সরব ভূমিকা গ্রহণ করব।’