India & World UpdatesBreaking News
শুরু বাজেট অধিবেশন, প্রথম দিনই উত্তাল বিধানসভা
Budget session started, 1st day saw uproar in Assam Assembly

২৮ জানুয়ারি : পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে শুরু হয়েছে আসাম বিধানসভার বাজেট অধিবেশন। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অধিবেশন। কিন্তু নাগরিকত্ব বিল নিয়ে বিরোধীদের প্রবল প্রতিবাদে বিধানসভায় হট্টগোল পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যপালের ভাষণ শুরু হতেই বিভিন্ন ইস্যু তুলে বিরোধীরা প্রতিবাদ জানাতে থাকেন। যদিও বিরোধী শিবির থেকে আগেই এর আভাস পাওয়া গিয়েছিল।
এ দিন সকালে রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলের বিধায়করা প্ল্যা-কার্ড হাতে নিয়ে প্রতিবাদে সোচ্চার হন। বিরোধীরা রাজ্যপালের ভাষণের সংশোধন দাবি করেন। তাঁরা জানান, এজন্য অধ্যক্ষের কাছে প্রস্তাব দাখিল করবেন। এই হট্টগোলের জন্য মাঝপথেই তাঁকে ভাষণ বন্ধ করে দিতে হয়। পরে তারা অধিবেশন থেকে ওয়াক আউট করেন।
এইউডিএফ এর পক্ষ থেকে বলা হয়, আসামের বর্তমান চিত্র তা রাজ্যপালের ভাষণে মোটেই স্থান পায়নি। নাগরিকত্ব বিল নিয়ে প্ররোচনায় মন্ত্রীরা শামিল রয়েছেন, রাজ্যে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, তার পৃষ্ঠপোষকতাও করছেন সরকারের মন্ত্রীরা। বিজেপি কর্মীরা মারপিট করছেন। কিছুই রাজ্যপালের ভাষণে নেই।
সদ্য জোট ছেড়ে বেরিয়ে আসা অগপ দলকেও দেখা গেছে প্রতিবাদে অংশ নিতে। অগপ সভাপতি অতুল বরা বলেন, নাগরিকত্ব বিল নিয়ে সারা রাজ্যে অশান্তি ছড়িয়ে পড়লেও রাজ্যপালের ভাষণে তার সামান্যতম উল্লেখ নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, বিজেপি মুখে এক কথা বলে আর করে অন্য কিছু। আর এজন্যই রাজ্যজুড়ে একাধিক সমস্যা দেখা দিয়েছে।