Barak UpdatesBreaking News
হৃদয় এঁকে বাহবা কুড়োল সরকারি বালক বিদ্যালয়ের ছাত্ররাStudents of Govt. Boys earn praises by drawing hearts
২৯ সেপ্টেম্বরঃ বিশ্ব হৃদয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হল শিলচর সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শিলচর রোটারি ক্লাব ও রোটারেক্ট ক্লাব শনিবার যৌথভাবে এর আয়োজন করে। বিষয় ছিলঃ হৃদযন্ত্রে নেশার প্রভাব। স্কুলের ৩০জন ছাত্র তাতে অংশ নেয়। রোটারি ক্লাবের তিন কর্মকর্তা এসবি দত্ত, বেণুলাল বর্মন ও রঞ্জিত দত্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিশু-কিশোরদের চিত্রকলায় বিস্মিত হন। সভাপতি রূপক দাসের নেতৃত্বাধীন রোটারেক্ট টিমের কথায়, দু-চারজন ছাত্র খুবই ভালো।
অধিকাংশের প্রথাগত কোনও আর্ট শিক্ষা নেই। তবু নিজেদের ভাবনা রংতুলিতে তুলে ধরে বাহবা কুড়োল তারা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণি খ শাখার দীপ রবিদাস। দ্বিতীয় সপ্তম শ্রেণি ক শাখার বিশাল দাস। অষ্টম শ্রেণির ক শাখার এম রহমান তৃতীয় স্থানাধিকারী। তাদের পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়।
শিলচর সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে প্রতিযোগিতার জন্য বেছে নেওয়ার জন্য বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ড. বিভাস দেব, অধ্যক্ষা পারভিন সুলতানা লস্কর, উপাধ্যক্ষা রঞ্জিতা দেব দত্ত, শিক্ষক হারান দাস রোটারি ও রোটারেক্ট ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোটারিয়ান রঞ্জিত দত্ত ঘোষণা করেন, পুজোর পরে তিনি এই স্কুলের ছাত্রদের জন্য একটি হ্যান্ড ওয়াশ স্টেশন তৈরি করে দেবেন।