NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
হিলাড়ায় বাজেয়াপ্ত তিন গাড়ি বার্মিজ সিগারেট, আটক ৫
ওয়েটুবরাক, ১ আগস্ট : কাছাড় জেলার কাটিগড়া থানার হিলাড়ায় তিনটি বিলাসী গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণে বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করে৷ করিমগঞ্জ থেকে তারা এই সিগারেটের প্যাকেট নিয়ে যাচ্ছিল মেঘালয়ে৷
পুলিশ সুপার রমনদীপ কৌর জানিয়েছেন, “অবৈধ ভাবে বিদেশি সামগ্রী পাচারের অভিযোগে তিন মহিলা সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷” তাদের মধ্যে চারজনের নাম জানা গিয়েছে৷ এরা হলো কালাইনের দীনেশ তামুলি, শিলচরের অবিনাশ কর, মেঘালয়ের লুমচুলুমের ইভেনসারা লামারে ও লিউলি ডেকা৷ তাদের কাছ থেকে একটি পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে৷
বাজেয়াপ্ত সিগারেটের বাজারমূল্য ৭৫ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে৷ গাড়িগুলির মধ্যে একটি একেবারে নতুন৷ রেজিস্ট্রেশন নম্বর বিহীন৷ অন্য দুটির নম্বর এমএল ৫ই ৪৪৮২, এমএল ৫টি ৫৭৭৭৷