NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

হামলায় চারমাস চিকিৎসাধীন থেকে মৃত্যু ত্রিপুরার তৃণমূল নেতার

ওয়েটুবরাক, ৫ জানুয়ারি : গত ২৮ অগস্ট রাজ্যে দুষ্কৃতীদের হামলায় আহত হয়েছিলেন ত্রিপুরার  তৃণমূল কংগ্রেস নেতা মুজিবর ইসলাম মজুমদার৷ বুধবার সকালে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷ এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব গভীর ক্ষোভ প্রকাশ করেন৷ কলকাতায় হাসপাতালে গিয়ে তাঁরা মৃতদেহে পুষ্পার্ঘ নিবেদন করেন৷ আগরতলায় এ দিন দলের রাজভবন অভিযান হয়৷ মিছিল শুরুর আগেই মুজিবর ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়৷

Rananuj

মুজিবর একসময় ত্রিপুরা প্রদেশ এনএসইউআই সভাপতি ছিলেন৷ পরে বিভিন্ন সময় প্রদেশ কংগ্রেসের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন৷ একবার ধনপুর বিধানসভা আসনে মানিক সরকারের বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করে পরাস্ত হন৷ তাঁর বাবা প্রয়াত মনসুর আলি এক সময় রাজ্যের মন্ত্রী ছিলেন৷

বহু পুরনো কংগ্রেসি পরিবারের সন্তান মুজিবর ওরফে তপন হামলার কিছুদিন আগেই যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে৷ ঘটনার দিনে, গত ২৮ আগস্ট তিনি নিজের বাড়িতেই এক দলীয় সভার আয়োজন করেন৷ সভা চলাকালেই একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়৷ সভাস্থল লণ্ডভণ্ড করে দেয় এরা৷ মারপিট করে সভায় উপস্থিত তৃণমূল কর্মীদের৷ মুজিবরকেও পরিবারের সদস্যদের সামনে পেটানো হয়৷ তাঁর হাত ভেঙে গিয়েছিল৷ আরও বহু জায়গায় চোট লেগেছে  বলে দলীয় ব্যবস্থাপনায় নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker