NE UpdatesHappeningsBreaking News
হাতির আক্রমণে হত একই পরিবারের ৪
ডিফু, ২৩ নভেম্বর : হাতি মানুষের সংঘাত চরম পর্যায়ে পৌঁছার সময়ে বৃহস্পতিবার কার্বি আংলঙের বোকাজানে সংঘটিত হয়েছে এক করুণ ঘটনা। হাতির আক্রমণে প্রাণ গেল একই পরিবারের শিশুসহ চারজনের। বোকাজানের ন-কালভার্ট তেতেলিগুরিতে চার জনের মৃত্যুর এই ঘটনায় সমগ্র বোকাজানে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে তেতেলিগুরির ঘন জঙ্গলের চিত্রনলা বাগানে চিত্রনলা ঘাস কাটার সময় হঠাৎ করে দুটি বুনো হাতি আক্রমণ শুরু করে। এতে ঘটনাস্থলেই হাতির পায়ে পিষ্ট হয়ে তিনজন প্রাণ হারান। অপর একজনকে গুরুতর যখন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান। এদিন ঘটনাস্থলেই প্রাণ হারান কানিয়া তিরিয়া (৫৫), জিছয়া কের্কেটা (৩) ও দেড় বছরের আগস্টিন কর্মকার। অন্যজন রেবিকা কের্কেটাকে (৩৫) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বয়ান অনুসারে, চিত্রনলা বাগানে ঘাস কাটতে দুই শিশুকে নিয়ে গিয়েছিলেন মা। শিশু দুটিকে বাগানে বসিয়ে রেখে মা ঘাস কাটতে ব্যস্ত হয়ে পড়েন। তখনই সেখানে হঠাৎ করে বেরিয়ে আসে দুটি বুনো হাতি। উন্মত্ত হাতি দুটি বাগানেই দুই শিশু ও বয়স্ক কানিয়াকে পিষে মেরে ফেলে। রেবিকা কের্কেটাকে বুনো হাতি পিছু ধাওয়া করে বেশ কিছুদূর নিয়ে যায়। তাকে আক্রমণ করায় তিনি জখম হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান। সেখানে থাকা অন্য এক শিশুকে নিয়ে অপর এক ব্যক্তি জঙ্গলে লুকিয়ে পড়ায় কোনওমতে তারা রক্ষা পান।
উল্লেখ্য বোকাজানে বিভিন্ন স্থানে জঙ্গল থেকে হাতি বেরিয়ে এসে জনবসতিপূর্ণ স্থানে হানা দেওয়ার ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। কার্বি আংলঙের জঙ্গলে চোরা কাঠ ব্যবসায়ীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় সবুজ বন ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এর ফলশ্রুতিতে বুনো হাতি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। এভাবে একের পর এক ঘটনায় হাতি মানুষের সংঘাত বৃদ্ধি পাওয়ার খবর প্রকাশ্যে আসছে।