Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দির ১৭ বাগানে কোভিড কেয়ার সেন্টার
ওয়েটুবরাক, ২০মে: হাইলাকান্দি জেলার প্রবেশমুখে ধলেশ্বরী এবং হাইলাকান্দি বাইপাসের প্রবেশমুখে লক্ষ্মীরবন্দে কোভিড পরীক্ষা করা হবে। হাইলাকান্দি জেলার সদ্যদায়িত্ব নেওয়া জেলাশাসক রোহন কুমার ঝা বৃহস্পতিবার জেলার কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনার সময় এই সিদ্ধান্ত নেওয়া হয় । জেলাশাসক ঝা এসকে রায় সিভিল হাসপাতালে চালু থাকা ফোন নম্বরটি জনপ্রিয় করে তুলতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সভায় অংশ নিয়ে ডিডিসি আরকে লস্কর জানান, জেলার ১৭টি চা বাগানে কোভিড কেয়ার সেন্টার তৈরির জন্য ভবন শনাক্ত করে ১২৯ টি বেড প্রস্তুত করা হয়েছে । এছাড়া আরও দু’টি বাগানেও কোভিড রোগীর বেড তৈরির কাজ এগিয়ে চলেছে ।
জেলার ৬টি স্থানে ১৮ থেকে ৪৪ বছর বয়সের নাগরিকদের যে টিকা দেওয়া হচ্ছে, তাও ব্যাপক প্রচার করতে নির্দেশ দেন জেলাশাসক। এই স্থান গুলি হল, হাইলাকান্দি শহরের এসএস কলেজ, ভৈরববাড়ি সেবা সমিতি, কাটলিছড়ার এসকে রায় কলেজ, কালিনগরের এসি গার্লস হায়ার সেকেন্ডারি এবং আলগাপুর মক্তব স্কুল। এ ছাড়া, জেলার যে ৫২টি কোভিড ভ্যাক্সিনেশন সেন্টারে ৪৫ বছর বয়সের ঊর্ধ্বের নাগরিকদের কোভিদ ভ্যাকসিন দেওয়া হচ্ছে তারও প্রচার জোরদার করতে জেলাশাসক নির্দেশ দেন। এই কেন্দ্রগুলির কেন্দ্র গুলির নাম জেলাশাসকের ফেসবুক পেজে দেওয়া আছে। উল্লেখ্য ১৮ থেকে ৪৪ বছর বয়সের নাগরিকদের ভ্যাকসিন এর জন্য cowin. gov. in অথবা আরোগ্য নিকেতন অ্যপে রেজিস্ট্রেশন করতে হয়।