Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দির শতাব্দীসেরা ফুটবল একাদশ ঘোষণা
১৬ সেপ্টেম্বরঃ করিমগঞ্জের পর হাইলাকান্দি জেলার শতাব্দীসেরা একাদশও ঘোষণা করল বরাক উপত্যকা ক্রীড়া সংস্থা (বাকস)। হাইলাকান্দিতে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই একাদশ ঘোষণা করা হয়। এ ছাড়া চারজন রিজার্ভ খেলোয়াড়কেও একইসঙ্গে বেছে নেওয়া হয়েছে। মূল একাদশে রয়েছেন গোলরক্ষক মহেশ দাস, চারজন ডিফেন্ডার সুরচন্দ্র সিং, আফতাবউদ্দিন বড়ভুইয়া, বুদ্ধ সিং ও মৈদালং কাবুই। মিডফিল্ডার বীর বাহাদুর ছেত্রী, দীপক কুমার দাস ও আনিসুর রহমান বড়লস্কর। তিন ফরোয়ার্ড হলেন তামারউদ্দিন, গিয়াসউদ্দিন মজুমদার ও মেহবুব হোসেন চৌধুরী। অতিরিক্ত চারজন হলেন অসমঞ্জ ভট্টাচার্য (গোলরক্ষক), ফরিজউদ্দিন চৌধুরী (ডিফেন্ডার), জিয়াউর রহমান বড়লস্কর (মিডফিল্ডার) এবং স্বপন পাল (ফরোয়ার্ড)।
যারা ১৫ জনের তালিকায় স্থান পাননি, কিন্তু নির্বাচকদের বিভিন্নজনের মনোনয়নে স্থান পেয়েছিলেন, তাঁদের নামও প্রকাশ করেছে বাকস। তাঁরা হলেন গোলরক্ষক জালালউদ্দিন লস্কর, বিধুভূষণ দাস, হিমেন্দু সেনগুপ্ত ও সাহাবউদ্দিন লস্কর। ডিফেন্ডার আব্দুল আজিম লস্কর, প্রভাত চন্দ্র নাথ, লায়েকউদ্দিন বড়ভুইয়া, সামসুল হোসেন বড়ভুইয়া, বশির আহমেদ মাঝারভুইয়া, রামসুন্দর চক্রবর্তী, রতন দেব, দল বাহাদুর ছেত্রী, রুনু রাহা ও বারীন সিংহ। মিডফিল্ডার শৈবাল সেনগুপ্ত, নীলকান্ত সিংহ,গণিরউদ্দিন লস্কর, কানু দেব, মহবুবুর বড়লস্কর, মায়াজুল হক, ফকরউদ্দিন লস্কর ও নামরউদ্দিন লস্কর। ফরোয়ার্ড বীরমণি সিংহ, সমর নাথ, ফকরউদ্দিন লস্কর, সাহাবউদ্দিন, উজ্জ্বলকুমার দাস, দেবাশিস রায়, ফয়েজ আহমেদ লস্কর ও রসরাজ ভট্টাচার্য।