NE UpdatesAnalyticsBreaking News
মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ৩৯ লক্ষ মহিলাকে ৪০০০ কোটি অনুদান দেবে সরকার
গুয়াহাটি, ১১ জানুয়ারি : লোকসভা নির্বাচনের প্রাক্কালে অসমে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। রাজ্যের ৩৯ লক্ষ মহিলার জন্য ৪ হাজার কোটি টাকা অনুদান দেবে সরকার। সঙ্গে ৪২ লক্ষ ৮৫ হাজার ৭৪৫ জনকে ১৬ জানুয়ারি রেশন কার্ড দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে এই বৃহৎ প্রকল্পের কথা ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উদ্যমী প্রকল্পের অধীনে মহিলাদের আরোও আত্মনির্ভর করে তুলতে এই বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
রাজ্যের বিভিন্ন আত্ম সহায়ক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৩৯ লক্ষ মহিলাকে ১০০০০ টাকা করে মোট ৩৯০০ কোটি টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্যের ৭ লক্ষ মহিলা বছরে লক্ষ টাকার বেশি উপার্জন করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের ‘লাখপতি বাইদেউ’ হিসেবে নামকরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের ব্যক্তিগতভাবে সহায়তা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর জন্য তিনটি পর্যায়ে শর্ত রাখা হয়েছে। প্রথম পর্যায়ে মহিলাদের ব্যবসার পরিকল্পনা প্রস্তুত করে আবেদন করতে হবে। এরপর তারা ব্যাংক একাউন্টের মাধ্যমে দশ হাজার টাকা পেয়ে যাবেন। এই প্রকল্পের অধীনে হিতাধিকারীদের অন্যতম শর্ত হলো, মহিলারা ব্যবসা করতে পারবেন কিনা তা বিবেচনা করা হবে। সাধারণ বা ওবিসি মহিলাদের তিনটির বেশি সন্তান থাকতে পারবে না। তবে অনুষ্ঠিত জাতি ও জনজাতি মহিলারা চারটি সন্তান থাকলেও হিতাধিকারী হিসেবে যোগ্য হবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্তটি হল, এই সকল পরিবারের মেয়ে সন্তানকে হিতাধিকারী হওয়ার আগে স্কুলে ভর্তি করাতে হবে। আর তৃতীয় শর্তটি হচ্ছে, এইসব মহিলারা হিতাধিকারী হওয়ার পর চতুর্থ সন্তানের জন্ম দেবেন না বলে কথা দিতে হবে।