Barak UpdatesHappeningsBreaking News

সোমবার হাইলাকান্দির দুই জঙ্গি সংগঠনের সহস্রাধিক ক্যাডারের আত্মসমর্পণ

ওয়েটুবরাক, ৯ ডিসেম্বর : হাইলাকান্দি জেলা সহ বরাক উপত্যকা জুড়ে এক সময়ে ত্রাসের রাজত্ব কায়েম করা দুই রিয়াং জঙ্গি সংগঠনের ক্যাডাররা আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করতে চলেছেন৷ আগামী ১২ ডিসেম্বর তারা তাদের অস্ত্রশস্ত্র তুলে দেবেন৷ সংঘর্ষবিরতির শর্তগুলি মেনে চলায় তাদের আত্মসমর্পণ করানোর জন্য সরকার অনেক আগেই সিদ্ধান্ত নেয়৷ কিন্তু কোভিড সহ অন্যান্য সমস্যার দরুন দিনতারিখ চূড়ান্ত হচ্ছিল না৷ শেষপর্যন্ত আগামী ১২ ডিসেম্বর হাইলাকান্দি জেলার কাটলিছড়া চালমার্স উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আত্মসমর্পণ অনুষ্ঠানের বিজ্ঞপ্তি জারি হয়৷ তাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারি ও জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা৷

একসময় হাইলাকান্দি জেলা সহ গোটা বরাক উপত্যকা জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল ইউনাইটেড ডেমোক্র্যাটিক লিবারেশন ফ্রন্ট অব বরাক ভ্যালি (ইউডিএলএফবি) এবং ব্রু লিবারেশন আর্মি ইউনিয়ন (ব্রু)৷ প্রথমে ধন্যরাম রিয়াং ও রাজেশ চরকির নেতৃত্বে ইউডিএলএফবি-ই অপহরণ, হুমকি, অর্থদাবি সহ নানা ধরনের হিংসাত্মক কাজ করছিল৷ পরে এরা বিভক্ত হয়ে পড়ে৷ রাজেশ চরকির নেতৃত্বে নতুন সংগঠন জন্ম গ্রহণ করে, নাম নেয় ব্রু৷ ধন্যরাম সংঘর্ষবিরতি ঘোষণা করলেও রাজেশরা জঙ্গলেই থেকে যান৷ বছর দেড়েক পরে অবশ্য এরাও ধন্যরামের পথেই এগিয়ে আসে৷ দুই সংগঠনের মোট ১১৯০ ক্যাডার রয়েছে বলে দাবি করা হলে এ নিয়ে সাধারণ জনতার মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker