Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দির কন্টেনমেন্ট জোনে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ

ওয়েটুবরাক, ৮ জুন: হাইলাকান্দি জেলার চারটি রাজস্ব চক্র এলাকার কন্টেনমেন্ট জোনে গৃহবন্দি দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করল হাইলাকান্দি জেলা প্রশাসন ।  এ পর্যন্ত ৫৪১টি পরিবারকে সরকারের রিলিফ কিট বিতরণ করা হয়েছে৷ কাটলিছড়া রাজস্ব চক্র এলাকায় ১৫৪,  লালা রাজস্ব চক্র এলাকায় ১২৮, আলগাপুর এলাকায় ৬৬ এবং হাইলাকান্দি রাজস্ব চক্র এলাকায় ১৯৩টি পরিবারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে ।

Rananuj

এ দিকে, কোভিড পরিসংখ্যান দিয়ে জেলা জনসংযোগ জানিয়েছে, কাটলিছড়ায় মোট ৬৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে । বাগান পরিচালিত কোভিড কেয়ার সেন্টার রয়েছে পাঁচটি ।  আলগাপুরে কোভিড মোকাবিলায় চন্ডিপুর ও বর্নিব্রিজ চা বাগানে কোভিড কেয়ার সেন্টার খোলা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker