Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে সার বিক্রেতাদের প্রশিক্ষণ
ওয়েটুবরাক, ২১ জুলাই: হাইলাকান্দি জেলার সার বিক্রয়কারী হোলসেলার এবং রিটেলারদের রাসায়নিক সার বিক্রয় সম্পর্কে সরকারি নির্দেশিকা অবহিত করানোর জন্য মঙ্গলবার হাইলাকান্দিতে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় । জেলা কৃষি বিভাগের উদ্যোগে জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ সম্পন্ন হয় । এতে কৃষি সার বিক্রয়ের সময় পস মেশিনের ব্যবহার এবং এর নীতি নিয়ম সহ সংশ্লিষ্ট প্রপত্র পূরণ, আইডি নম্বর প্রয়োগ ইত্যাদির সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন কৃষি বিভাগের কর্মকর্তা রাহুল চক্রবর্তী । শিবিরে ডিডিসি আরকে লস্কর এবং জেলা কৃষি আধিকারিক অনিরুদ্ধ দত্ত প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। বৃহস্পতি ও শুক্রবার অনুরূপ প্রশিক্ষণ শিবির চলবে। এতে সার বিক্রয়কারী কোম্পানি ভিভিএফসিএল এবং আইআইএফসিও-এর প্রতিনিধিরা প্রশিক্ষণ পরিচালনা করবেন।