Barak Updates
হাইলাকান্দিতে এগোচ্ছে বিজেপি, পেছনে ইউডিএফ
বিজেপি প্রার্থীদের মধ্যে মাটিজুরি-পাইকানে সারিনা ইয়াসমিন মজুমদার, আয়নাখাল-নিশ্চিন্তপুরে চৌধুরী চরণ গড়, পাঁচগ্রাম-কালীনগরে বু্ল্টি দাস, বরুণছড়া-বিলাইপুর আসনে জয়দীপা লস্কর ও ঘাড়মুড়া-জামিরা আসনে জিয়ান্ত ওয়াহান রিয়াং এগিয়ে রয়েছেন। এআইইউডিএফ-এর এগিয়ে থাকা প্রার্থীরা হলেন রাজেশ্বরপুরে রৌজি খানম বড়ভুইয়া, রাঙাউটি-নিতাইনগরে ফারহানা খানম চৌধুরী, আলগাপুর-মোহনপুর আসনে নুরুল ইসলাম লস্কর, কাটলিছড়ায় ইমরুল আলম বড়ভুইয়া, রংপুর-রামচণ্ডী ফারহানা বেগম লস্কর।
তবে গ্রাম পঞ্চায়েত বা আঞ্চলিক পঞ্চায়েত পর্যায়ে এআইইউডিএফ লড়াই অব্যাহত রাখতে পারেনি। সেখানে গেরুয়াবাহিনীর জয়জয়কার।
১৪টি গ্রাম পঞ্চায়েত সভাপতির ফল ঘোষণা করা হয়েছে,তার মধ্যে বিজেপি ৬টি, কংগ্রেস ১টি, এআইইউডিএফ ২ ও নির্দল প্রার্থী জিতেছেন ৫টি আসনে। ঘোষিত ১৬টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে ৮টি গেছে বিজেপির ঝুলিতে, ১টিতে কংগ্রেস, ২টি এআইইউডিএফ ও ৫টিতে নির্দল প্রার্থী জয়লাভ করেছেন।
এইসব গ্রাম পঞ্চায়েতের অধীনে ১৭৪টি গ্রুপ সদস্য পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিজেপি প্রার্থীরা ৩৯টিতে এবং নির্দল প্রার্থীরা ১৩৫টি আসনে জয়লাভ করেছেন।