Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে প্রাক্তন সেনাকর্মী সমাবেশ
ওয়েটুবরাক, ৬ অক্টোবর: প্রাক্তন সেনাকর্মী, তাদের বিধবা এবং সন্তানদের এক সমাবেশ বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত হয়েছে। শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত এই সমাবেশে রাজ্যের সৈনিক ওয়েলফেয়ার বোর্ডের ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জোসি নারায়ণ দত্ত প্রাক্তন সেনাকর্মীদের জন্য সরকারি বিভিন্ন স্কিমের সুযোগ নেবার আবেদন জানান। সমাবেশে প্রাক্তন সেনাকর্মী, যুদ্ধে নিহত সেনার বিধবা এবং সেনা কর্মীর সন্তানদের জন্য বিভিন্ন সরকারি কর্মসূচি সম্পর্কে সচেতনতা সভার আয়োজন করা হয়।
হাইলাকান্দি জেলা সৈনিক কল্যাণ বোর্ডের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে অংশ নেওয়া সেনাকর্মী বিধবা এবং তাদের সন্তানদের বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় সমাবেশে। এতে প্রাক্তন সেনা কর্মীদেরও সংবর্ধনা জানানো হয়। সমাবেশ উপলক্ষে একটি সাংস্কৃতিক কার্যক্রমও অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে সমাবেশে এডিসি পল্লবী সরকার অংশ নেন। শুরুতে স্বাগত ভাষণে জেলা সৈনিক কল্যাণ আধিকারিক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন দয়াল সতনামি জেলায় সৈনিক কল্যাণের জন্য গৃহীত বিভিন্ন কাজকর্মের খতিয়ান তুলে ধরেন।