Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে পাওয়ার গ্রিড-জেলা প্রশাসন মউ
ওয়েটুবরাক, ১০ অক্টোবর : পাওয়ার গ্রিড অফ ইন্ডিয়া অসমের হাইলাকান্দি জেলার ১০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচালয়ের সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি মউ স্বাক্ষর করেছে। পাওয়ার গ্রিডের ২০২৩-২৪ অর্থবছরের কর্পোরেট সোসিয়াল রেসপনসিবিলিটি ফান্ড থেকে ৫১ লক্ষ ৩৬ হাজার টাকা খরচ করা হবে। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রতি মাসে ২০০০ টাকা করে ২৪ মাসে এই অর্থ খরচ করা হবে। এর আগে পাওয়ার গ্রিড অফ ইন্ডিয়াই ১ কোটি ৬৬ লক্ষ টাকা খরচ করে এই শৌচালয়গুলির নির্মাণ করে। কিন্তু সে গুলি জরাজীর্ণ হয়ে পড়ায় পাওয়ার গ্রিড থেকে ফের এগুলির সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ দেওয়া হয়। মঙ্গলবার প্রশাসনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জেলাশাসক নিসর্গ হিভারে এবং পাওয়ার গ্রিডের পক্ষে জেনারেল ম্যানেজার (শিলং) তনভির মন্ডপুরাত।