Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দিতে পঞ্চায়েতের ড্রাফট ডিলিমিটেশন প্রকাশ
ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর : আটটি জেলা পরিষদের আসন, পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত এবং ৬২টি গাঁও পঞ্চায়েত নিয়ে হাইলাকান্দির পঞ্চায়েত ড্রাফট ডিলিমিটেশন মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ডিস্ট্রিক্ট ডিলিমিটেশন কমিশনের সভাপতি তথা জেলাশাসক এক সাংবাদিক সম্মেলনে এই ডিলিমিটেশনের খসড়া প্রকাশ করেন। খসড়া অনুযায়ী ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা চক্রের চারটি জেলা পরিষদের আসন এবং ১২২ নম্বর আলগাপুর- কাটলিছড়া বিধানসভা আসনের অধীন আরও চারটি জেলা পরিষদের আসন রাখা হয়েছে। হাইলাকান্দি বিধানসভা আসনের অন্তর্গত জেলা পরিষদের আসন গুলি হল কাটলিছড়া, বরুণছড়া- বিলাইপুর, রাজ্যেশ্বরপুর এবং কালিনগর। আলগাপুর-কাটলিছড়া বিধানসভা আসনের অধীন জেলা পরিষদের আসনগুলি হল দক্ষিণ হাইলাকান্দি, রামচন্ডী, বাউয়ারঘাট-রাঙ্গাউটি এবং আলগাপুর। এই খসড়া সম্পর্কে দাবি-আপত্তি আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত দাখিল করা যাবে। ১৯ সেপ্টেম্বর সব স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হবে। ২২ সেপ্টেম্বর সব ধরনের দাবি, আপত্তি তালিকাভুক্ত করা হবে। ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর জেলা পর্যায়ে বিধানসভা আসন অনুসারে শুনানি অনুষ্ঠিত হবে। ২৬ সেপ্টেম্বর মডিফিকেশন এর কাজ করা হবে। ২৭ সেপ্টেম্বর চূড়ান্ত বিজ্ঞপ্তি জারির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে ডিলিমিটেশন কমিশনের সদস্য সচিব তথা জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর, দুই এডিসি রক্তিম বড়ুয়া এবং অমৃত পারবোসা অংশ নেন।